Advertisement
করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবেলায় ভারতে আপাতত লকডাউন। এই সময়ে করোনাভাইরাস থেকে রক্ষার একমাত্র উপায় বাসায় থাকা। বিভিন্ন ভাবে ভক্ত ও অনুসারনকারীদের বিভিন্ন বার্তা দিচ্ছেন তরকারা।
ঘরবন্দী এসময়ে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ নিজ বাসায় বিভিন্ন ধরণের জুস আর দুধের বোতলের ভিডিও করে ছাড়লেন নিজের ইনস্টাগ্রামে। আর সঙ্গে লিখলেন, ‘আমরা হোম ডেলিভারি শুরু করেছি! এই লকডাউনে সুস্থ থাকতে হলে সতেজ ফলের রস, জুস আর বাদামের দুধের জুড়ি নাই।’
এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চলছে বেশ আলোচনা।
অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ সালমান খানের সঙ্গে ‘কিক’ ছবিতে অভিনয় করে বেশ নজরে আসেন । তবে সম্প্রতি ‘বড় লোকের বিটি লো, লম্বা লম্বা চুল’ গানটির নাচে ইউটিউবে তোলপাড় করেছেন জ্যাকুলিন। খুব শিগগিরিই তাকে দেখা যাবে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘ড্রাইভ’ ছবিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



