আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় চলমান লকডাউন মুভমেন্ট কন্ট্রোল অডার (এমসিও) অমান্য কারীদের জন্য প্রস্তুত করা হয়েছে ১১টি বিশেষ কারাগার। আগামী ২৩ এপ্রিল থেকে বিশেষ কারাগারে চলমান লকডাউন অমান্যকারীদের রাখা হবে।
গত মাসের ১৮ মার্চ থেকে শুরু হওয়া লকডাউনে ইতিমধ্যেই আটক করা হয়েছে ১৪ হাজারের বেশি মানুষকে। তৃতীয় মেয়াদে শুরু হয়েছে ১৫ এপ্রিল থেকে যা শেষ হওয়ার কথাা রয়েছে ২৮ এপ্রিল। এছাড়াও রেড জন ঘোষণা করা হয়েছে বিভিন্ন জেলাকে। কিন্তু তৃতীয় মেয়াদের লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় সেেেশের সরকার। এসময় জরিমানার বদলে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর সিদ্ধান্ত নেয় সেদেশের সরকার।
কিন্তু সাধারণ আসামিদের মধ্যে তাদের রাখলে স্বাস্থ্য ঝুঁকি থাকার কারণে সেদেশের সরকারের বিভিন্ন ভবনকে অস্থায়ী কারাগার নির্মাণ করে প্রস্তুত করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে ২৩ এপ্রিল থেকে চলমান লকডাউন মুভমেন্ট কন্ট্রোল অডার (এমসিও) অমান্য কারীদের সেখানে রাখা হবে বলে জানিয়েছেন সিনিয়র মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব। রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, যারা মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) লঙ্ঘন করেছেন বিশেষ কারাগারে পাঠানো হবে।
তিনি বলেন, সরকার অ্যাটর্নি-জেনারেলের চেম্বারের সাথে পরামর্শের পরে অস্থায়ী কারাগারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই বিগত ১৮ মার্চ থেকে লকডাউন যতদিন (এমসিও) চলমান থাকবে এবং যারা বিধিনিষেধ অমান্য করবে তাদের আদালতে পাঠানো হবে। এসময় বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত হলে ১১টি বিশেষ কারাগারে পাঠানো হবে তাদের। এদিকে রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে করোনা ভাইরাস মোকাবেলায় সফল হচ্ছে মালয়েশিয়া যানানো হয়।
গত দুইদিন থেকে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। সেই সাথে বাড়ছে সুস্থতার হার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, ইতিমধ্যেই চায়না থেকে ১২ জন বিশেষজ্ঞ ডাক্তার মালয়েশিয়ায় পৌঁছেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।