Advertisement
করোনার আঘাতে বিপর্যস্ত হয়ে সংকটকাল অতিক্রম করছে বাংলাদেশ। এর মধ্যেই এসেছে ঈদুল ফিতর।
ঈদ উপলক্ষে রবিবার (২৩ মে) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি সবাইকে ঘরে থেকে ঈদ উদযাপনের আহবান জানিয়েছেন এবং সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। করোনায় অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক দেশ লকডাউন তুলে নিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশও বেশি দিন লকডাউন আর রাখতে পারবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



