
আন্তর্জাতিক ডেস্ক: ফরাসী প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ মঙ্গলবার করোনা ভাইরাস প্রতিরোধে জারি করা লকডাউন অবসানে জাতীয় কৌশল উপস্থাপন করতে যাচ্ছেন। তার কার্যালয় সূত্রে এ কথা জানা গেছে।
ন্যাশনাল এসেম্বলীতে পেশ করা তার এই কৌশলপত্রের ওপর বিতর্ক ও ভোটাভুটি অনুষ্ঠিত হবে।
আগামী ১১ মে থেকে ধীরে ধীরে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে ১৭টি অগ্রাধিকার বিষয়কে চিহিৃত করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্কুলসমূহ পুনরায় খুলে দেয়া, কোম্পানীর কাজ শুরু করা, গণপরিবহন চালু করা, মাস্ক ও স্যানিটাইজার সরবরাহ এবং বয়স্কদের সহযোগিতা।
সোমবার উল্লেখযোগ্য সংখ্যক মন্ত্রী বিভিন্ন বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।
করোনা ভাইরাস মোকাবেলায় ফ্রান্সে গত ১৭ মার্চ থেকে লকডাউন চালু রয়েছে। দেশটিতে মার্চের প্রথম থেকে এ পর্যন্ত করোনায় ২২,৬১৪ জন মারা গেছে। গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩৬৯ জন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



