আন্তর্জাতিক ডেস্ক: পর্তুগালে সোমবার থেকে লকডাউন শিথিল হচ্ছে। ছয় সপ্তাহ পর জরুরি অবস্থা তুলে নেয়ায় ছোটখাট দোকান, হেয়ার সেলুন ও কার ডিলাররা তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
দোকানে ও গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া সামাজিক দূরত্ব মেনে চলার কথাও বলা হয়েছে।
গত ১৯ মার্চ দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। রোববার জরুরি অবস্থা তুলে নেয়া হলেও লোকজনকে ঘরে থাকতেই উৎসাহিত করা হচ্ছে।
চলাফেলার ওপর নিষেধাজ্ঞা আগামী সপ্তাহগুলোতে শিথিল করা হবে বলে বৃহস্পতিবার সরকারিভাবে জানানো হয়েছে।
সিনিয়র স্কুলসমূহ আগামী ১৮ মে খোলা হবে তবে প্রাইমারি ও মধ্যমপর্যায়ের স্কুলসমূহ বছরের শেষ নাগাদ খোলা হবে। জাদুুঘর, বার, রেস্টুরেন্ট ও আর্ট গ্যালারিসমূহ ১৮মে থেকে খুলতে শুরু করবে।
পর্তুগালে ২৫ হাজারেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । মারা গেছে এক হাজারেরও বেশি লোক। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।