Advertisement
জুমবাংলা ডেস্ক: লক্ষ্মীপুরে কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে রেড জোন হিসেবে ৫টি উপজেলায় সোমবার সপ্তম দিনের মতো লকডাউন চলছে। খবর ইউএনবি’র।
সংশ্লিষ্টরা জানায়, লকডাউনে জেলার পাঁচটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের সকল কাঁচাবাজার, দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান, বেসরকারি দপ্তর, অভ্যন্তরীণ ও দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন সড়কে বাঁশ বেঁধে মানুষ এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
কেউ কেউ স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মানছেন না। এ ব্যাপারে পুলিশ, র্যাব, আনসারসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের বুঝানোর চেষ্টা করছেন।
সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার জানান, নতুন করে সদর উপজেলার আরও ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৯৫ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।