জুমবাংলা ডেস্ক : ‘বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে পালিত হলো বাংলা ইশারা ভাষা দিবস। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Advertisement
পরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান। এ সময় দৃষ্টি প্রতিবন্ধী ও অটিজম ক্ষুদে শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, সদর উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মো. শরীফ হোসেনসহ অন্যান্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।