Advertisement
স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। হোম অ্যাডভান্টেজটা ভালোভাবেই কাজে লাগিয়েছে লঙ্কানরা। আজ চলছে দ্বিতীয় দিনের খেলা।
প্রথম সেশনেই বাকি ৫ উইকেট তুলে নিয়ে ২৪৯ রানেই নিউজিল্যান্ডকে থামিয়ে দিল লঙ্কান বোলাররা।
দিনের শুরুতে ৮৬ রানে অপরাজিত থাকা রস টেইলর লাকমলের শিকারে পরিণত হন। লাকমল কিউইদের বাকি পাঁচ উইকেটের চারটিই নিজের করে নেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দ্বিতীয় দিনে ৫ উইকেট হারিয়ে ২০৩ করা নিউজিল্যান্ড ফের ব্যাটিংয়ে নামে। ৪৬ রান যোগ করতেই বাকি পাঁচ উইকেট হারালো কিউইরা।
টেইলর ১৫৫ বলে ৬টি চারে সেই ৮৬ রানেই আউট হন। সাউদি ১৪ ও বোল্ট ১৮ রান করেন। আর উইল সামালভিল ৯ রানে অপরাজিত থাকেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।