স্পোর্টস ডেস্ক: ঐতিহাসিক টেস্ট লজ্জাজনকভাবে শেষ করল বাংলাদেশ। ইডেন গার্ডেনে তৃতীয় দিনের প্রথম ৪৫ মিনিটেই অল-আউট হয়ে সফরকারী বাংলাদেশ। ভারত ম্যাচ জিতে নেয় ইনিংস এবং ৪৬ রানের ব্যবধানে। এই নিয়ে চলতি সফরে দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ।
আজ রবিবার তৃতীয় দিনের শুরুতেই ইবাদত হোসেন ফিরে যান (০) রানে। উমেশ যাদবের শরীর তাক করে আসা বল সামলাতে না পেরে স্লিপে বিরাট কোহলির হাতে ধরা পড়েন তিনি। অন্যদিকে ৯৬ বলে ৭৪ রান করা মুশফিকও উমেশ যাদবের বলে রবীন্দ্র জাদেজার তালুবন্দি হন।
মুশফিক আউট হবার পরেই ধস নেমে যায় বাংলাদেশের ব্যাটিং। ১৩ বলে ১৬ করা আল-আমিন হোসেন আউট হতেই উল্লাসে মেতে উঠে ভারত। আগের দিন ৩৯* রানে অপরাজিত থাকা মাহমুদউল্লাহ আর নামতে পারেননি মাঠে। ১৯৫ রানে শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ভারত ম্যাচ জিতে নেয় ইনিংস এবং ৪৬ রানের ব্যবধানে।
ঐতিহাসিক এই টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ১০৬ রান। এরপর ভারত নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৩৪৭ রানে।
২৪১ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নামলে মাত্র ১৩ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা। পরে মুশফিক-মাহমুদউল্লাহর জুটিতে কিছুটা আশ্বাস পায় টাইগাররা। তাদের ব্যাটিং নৈপুণ্যে কলকাতা টেস্ট গড়ায় তৃতীয় দিনে।
তবে সেটিও টিকতে পারেনি বেশিক্ষণ। তৃতীয় দিনে মাত্র মিনিটের মধ্যে ১৯৫ রানে অল আউট হয়ে যায়। ভারত জিতে যায় ইনিংস এবং ৪৬ রানের ব্যবধানে। সেইসঙ্গে, ২-০তে টেস্ট সিরিজও জিতে নেয় ভারত।
ম্যাচ এবং সিরিজ সেরা: ইশান্ত শর্মা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।