বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ওয়ানপ্লাস চীনে তাদের নাম্বার সিরিজের OnePlus 13 স্মার্টফোন লঞ্চ করেছে। এবার ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। একইসঙ্গের আগের বারের মতোই এই সিরিজের ওয়ানপ্লাস 12আর ফোনের জায়গায় OnePlus 13R ফোন পেশ করবে। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি লঞ্চ ডেট সম্পর্কে জানা যায়নি, কিন্তু এর আগেই গ্লোবাল মডেলের RAM, স্টোরেজ এবং কালার অপশন ডিটেইলস লিক হয়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং OnePlus 13 স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
OnePlus 13R এর সম্ভাব্য স্পেসিফিকেশন
OnePlus 13 এবং OnePlus 13R এর RAM, স্টোরেজ এবং কালার অপশন (লিক)
সোশ্যাল মিডিয়া সাইট এক্সে আর্সেন লুপিন নামে এক ইউজারজার OnePlus 13 এবং OnePlus 13R ফোনের তথ্য শেয়ার করেছে।
লিক অনুযায়ী OnePlus 13 ফোনের গ্লোবাল ভেরিয়েন্ট ব্ল্যাক এক্লিপ্স, মিডনাইট ওশান এবং আর্কটিক ডন মতো তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে।
চীনে OnePlus 13 ফোনটি হোয়াইট ডিউ এবং মর্নিং লাইট, ওবসিডিয়ান রিয়ালম এবং ব্লু মোমেন্টস মতো কালার অপশনে পেশ করা হয়েছে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OnePlus 13 ফোনটি 12GB + 256GB এবং 16GB + 512GB স্টোরেজ অপশনে পেশ করা হবে। তবে চীনে 12GB + 512GB এবং 24GB + 1TB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। গ্লোবাল বাজারে টপ মডেল পেশ করা হবে না বলে মনে করা হচ্ছে।
এছাড়া OnePlus 13 ফোনটি 12GB+256GB স্টোরেজ অপশন শুধুমাত্র ব্ল্যাক এক্লিপ্স কালার অপশনে পেশ করা হবে বলে শোনা যাচ্ছে।
OnePlus 13R ফোনটি একটি মাত্র 12GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা বলে আশা করা হচ্ছে। এই ফোনটি নেবুলা নোয়ার এবং অ্যাস্ট্রাল ট্রেল মতো কালারের বাজারে পেশ করা হতে পারে।
জানিয়ে রাখি আগামী কয়েক দিনের মধ্যেই ওয়ানপ্লাস তাদের আপকামিং দুটি স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা করতে পারে।
OnePlus 13R এর সম্ভাব্য স্পেসিফিকেশন
চীনে লঞ্চ হওয়া OnePlus 13 ফোনের স্পেসিফিকেশন জানার জন্য এখানে ক্লিক করুন। নিচে OnePlus 13R ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।
OnePlus 13R ফোনটি চীনে লঞ্চ হওয়া এস5 ফোনের রিব্র্যান্ড হিসেবে ভারতে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে।
ফোনটিতে BOE দিয়ে তৈরি 1.5K রেজোলিউশনের OLED ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
এই ফোনটি আগের বছরের স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে।
ফোনটিতে স্পীডের জন্য LPDDR5x RAM এবং UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
ফোনটিতে সেলফির জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হতে পারে। তবে ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে।
OnePlus 13R ফোনে 100W ওয়্যার ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।