জুমবাংলা ডেস্ক: লঞ্চে আগুন পরবর্তি পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্বিক অবস্থা জানতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি আজ সকালে ঝালকাঠির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
তিনি দুপুরের মধ্যে সেখানে পৌঁছবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
এর আগে লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী পৃথক শোকবার্তায় অনুরুপ শোক প্রকাশ করেছেন।
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান নামে একটি লঞ্চে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে। এ পর্যন্ত লঞ্চটি েথেকে ১৬ জনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে।
লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।