বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গতকাল Oppo বাংলাদেশে তাদের Oppo A5 স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটির সঙ্গেই কোম্পানির পক্ষ থেকে তাদের হম্মারকেত চীনে Oppo A5 Vitality Edition পেশ করা হয়েছে। এই ফোনটি ভ্যানিলা মডেলের চেয়ে কম দামে লঞ্চ করা হয়েছে এবং চিপসেট সহ এই ফোনের কিছু স্পেসিফিকেশন পরিবর্তন করা হয়েছে। এতে 5,800mAh ব্যাটারি, 6.67 ইঞ্চির ডিসপ্লে, 12GB RAM, 50MP ক্যামেরার মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
Oppo A5 Vitality Edition ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: Oppo A5 Vitality Edition ফোনে 6.67-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি ভ্যানিলা A5 মডেলের AMOLED প্যানেলের চেয়ে ডাউনগ্রেড করা হয়েছে। এই স্ক্রিন 120Hz সাপোর্ট করে।
পারফরমেন্স: প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে 12GB পর্যন্ত LPDDR4X RAM এবং 512GB UFS 2.2 স্টোরেজ রয়েছে।
ক্যামেরা: Oppo A5 Vitality Edition ফোনের ফটোগ্রাফি সেকশনে কোনো পরিবর্তন করা হয়নি। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি এবং 2MP সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,800mAh ব্যাটারি রয়েছে। মনে করিয়ে দিই ভ্যানিলা A5 মডেলে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং এবং 13.5W PD চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
অন্যান্য ফিচার: Oppo A5 Vitality Edition ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP69 রেটিং রয়েছে। এর সঙ্গে এই ফোনের ডিসপ্লেটিকে স্ক্র্যাচ ও আঘাত থেকে বাঁচানোর জন্য এতে Oppo এর Crystal Shield ডিসপ্লে প্রোটেকশন দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনটি 14 মিলিটারি গ্রেড টেস্ট পাশ করেছে।
Oppo A5 Vitality Edition ফোনের দাম এবং সেল
চীনে Oppo A5 Vitality Edition ফোনের 8GB+256GB মডেলের দাম 1,199 ইউয়ান অর্থাৎ প্রায় 14,300 টাকা এবং 12GB+256GB ভেরিয়েন্টের দাম 1,399 ইউয়ান অর্থাৎ প্রায় 16,700 টাকা রাখা হয়েছে। একইভাবে ফোনটির 12GB RAM + 512GB স্টোরেজ সহ টপ মডেল 1,599 ইউয়ান অর্থাৎ প্রায় 19,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আগামী 21 মার্চ থেকে চীনে এই ফোনের ওপেন সেল শুরু হবে। এই ফোনটি অ্যাগেত পিঙ্ক, জেড গ্রীন এবং অ্যাম্বার ব্ল্যাক কালার অপশনে সেল করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।