লঞ্চ হল Realme 10 ফোন, 50MP ক্যামেরা ও 33ফাস্ট চার্জিং সহ যেসব থাকছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Realme এর তরফে লঞ্চ করা হল Realme 10, এটি এই কোম্পানির একটি Flagship ফোন। বিশ্ব বাজারে Realme 10 সিরিজ লঞ্চ করা হল। তবে এই সিরিজের আপাতত একটি ফোন লঞ্চ করা হয়েছে, অর্থাৎ ভ্যানিলা Realme 10 লঞ্চ করা হয়েছে। অন্যদিকে এই সিরিজের বাকি ফোন, অর্থাৎ প্রো মডেল যার মধ্যে আছে Realme 10 Pro, Realme 10 Pro+ এখনও লঞ্চ হয়নি, কিন্তু শোনা হচ্ছে চলতি মাসেই এই ফোনগুলো চিনে লঞ্চ করবে। জানা যাচ্ছে 17 নভেম্বর চিনে Realme 10 এর Pro মডেলগুলো লঞ্চ করতে পারে। Advertisements

Realme 10 ফোনটিতে ইউনিবডি ডিজাইন রয়েছে একটি, এই ডিজাইনের সঙ্গে Realme 9i এর 5G মডেলের বেশ মিল রয়েছে। Realme 9i 5G দুই মাস আগে লঞ্চ করেছে। Realme 10 ফোনে একাধিক অত্যাধুনিক ফিচার রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হল 6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে, MediaTek Helio G99 প্রসেসর, ইত্যাদি। গ্রাহকরা এই ফোনে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন।

REALME 10 ফোনটির দাম কত? Realme 10 ফোনটির দাম শুরু হচ্ছে 229 ডলার বা প্রায় 18,700 টাকা থেকে। এই ফোনটির পাঁচটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে, সেই ভ্যারিয়েন্ট অনুযায়ী এই ফোনের দাম নির্ধারণ করা হবে। 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম 229 ডলার বা প্রায় 18,700টাকা। 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম 249 ডলার বা প্রায় 20,300 টাকা। 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম 269 ডলার বা প্রায় 21,900 টাকা। 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম 279 ডলার বা প্রায় 22,800 টাকা। এবং টপ মডেল, 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম 299 ডলার বা প্রায় 24,400 টাকা। Realme 10 গ্রাহকরা এই ফোনটি দুটি রঙে কিনতে পারবেন, এই রঙ দুটি হল কালো এবং সাদা। জানা গিয়েছে Realme 10 খুব শীঘ্রই ভারতে আসবে তবে এতে থাকবে কার্ভড ডিসপ্লে। এমনটাই জানিয়েছেন মাধব শেঠ, Realme India এর প্রধান। ভারতে Realme 10 এর যে ফোন লঞ্চ হবে সেটা Realme 10 pro বা Realme 10 Pro+ হতে পারে বলেই মনে করা হচ্ছে।

REALME 10- এ কী কী ফিচার আছে?
2400X1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.4 ইঞ্চির Full HD ডিসপ্লে রয়েছে এই ফোনে। এই ডিসপ্লেটি AMOLED ডিসপ্লে যেখানে 90 HZ রিফ্রেশ রেট মিলবে। Realme 10 ফোনটির স্ক্রিনের উপরের বাঁদিকে পাঞ্চ হোল কাট আউট রয়েছে। এই কাট আউটের মধ্যে রয়েছে ফ্রন্ট ক্যামেরা, এখানে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর রয়েছে। MediaTek Helio G99 প্রসেসর দ্বারা এই ফোনটি পরিচালিত হবে যা যুক্ত করা আছে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। Realme 10 ফোনটিতে আপনি চাইলে ভার্চুয়াল RAM ব্যবহার করতে পারবেন, এই ফোনে সেই টেকনোলজি আছে। অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক Realme UI 3.0 এর থাকবে এই ফোনে। অন্যদিকে কানেকটিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G, WIFI, ব্লুটুথ, GPS, USB টাইপ সি পোর্ট, ইত্যাদি। 5000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে যেখানে 33W ফাস্ট চার্জিং এর সুবিধা মিলবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এই ফোনে যা ফোনের ধারে মিলবে। রিয়ার ক্যামেরায় দুটি সেন্সর থাকবে। অর্থাৎ এই ফোনে ডুয়াল ক্যামেরা থাকতে চলেছে। যার মধ্যে প্রাইমারি ক্যামেরায় থাকবে 50 মেগাপিক্সেলের সেন্সর এবং দ্বিতীয়টায় থাকবে 2 মেগাপিক্সেলের সেন্সর।