আন্তর্জাতিক ডেস্ক : করোনার ভয়াবহতায় লণ্ডভণ্ড ব্রাজিল। আক্রান্ত ও মৃতের দিক দিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান হলেও প্রতিদিন রেকর্ড হারে সংক্রমণের সংখ্যা বাড়ছে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে। ব্রাজিলকে ঘোষণা করা হয়েছে করোনাভাইরাসের নতুন কেন্দ্র। দেশটিতে ইতোমধ্যে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত প্রায় ১১ লাখ। ব্রাজিলে গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ৯৬৮ জনের।
ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৭০ হাজার ১৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৫০ হাজার ৫৮ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৩ হাজার ১৮৬ জন। আজ রবিবার (২১ জুন) সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৪১৮ জনে এবং আক্রান্তের সংখ্যা ৮৯ লাখ ১৪ হাজার ৭৮৭ জন।
অপরদিকে ৪৭ লাখ ৩৮ হাজার ৫৪২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৩০ হাজার ৫৭৮ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২১ হাজার ৯৮০ জনের। সুস্থ হয়েছেন ৯ লাখ ৭২ হাজার ৯৪১ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৬ হাজার ৯৫২ জন, মৃত্যু হয়েছে ৮০০২ জনের। আক্রান্তের দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৭২৭ জন এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ২৭৭ জনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।