বিনোদন ডেস্ক : শেষ বিদায়ের আগে ভারতের কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে গিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। মঙ্গেশকরের জন্য দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন তিনি। প্রার্থনা শেষে মাস্ক কিছুটা নামিয়ে তার দিকে মুখ দিয়ে কিছু একটা করেন শাহরুখ। কিন্তু তার ওই মুখভঙ্গি নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একদল লোক দাবি করেছেন, লতার মরদেহের সামনে থুতু ছিটিয়েছেন শাহরুখ খান। সেই আগুনে ঘি ঢেলে দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা অরুণ যাদব।
তারপর অনেকেই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু করেন। অনেকে টুইট করে প্রকাশ্যে শাহরুখকে আক্রমণও করেছেন। কেউ জানতে চেয়েছেন, ‘লতার মরদেহের সামনে তোমার মাস্ক নামানোর কী দরকার ছিল?’ আবার কেউ সরাসরিই প্রশ্ন করেছেন, ‘কেন আপনি থুতু ছিটিয়ে অসম্মান করেছেন লতাকে?’
দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, দেশের একাংশ যখন তার প্রথম ভঙ্গির প্রশংসায় পঞ্চমুখ, পাশাপাশি তার ম্যানেজারের জোড় হাতে প্রণাম ও তার ‘দুয়া’কে ‘মিনি ইন্ডিয়া’ বলে গর্ববোধ করছেন, ঠিক তখনই আর এক শ্রেণির মানুষ প্রশ্ন তুলেছেন, অভিনেতার পরের মুহূর্তের মুখভঙ্গি নিয়ে। তারা জানতে চেয়েছেন, লতার মরদেহের সামনে কি থুতু ছেটাচ্ছেন অভিনেতা?
কিন্তু বাস্তবে ঠিক কী করেছিলেন শাহরুখ? শাহরুখ লতার সামনে শ্রদ্ধা জ্ঞাপন করছিলেন তাঁর ধর্মীয় রীতি মেনে। মুসলমান সম্প্রদায়ের রেওয়াজ অনুযায়ী ‘দুয়া’ বা প্রার্থনা করার পর যার জন্য প্রার্থনা, তাকে লক্ষ্য করে ফুঁ দেওয়া হয়। অশুভ শক্তিকে দূরে সরানোর প্রতীকী অর্থেই ওই নিয়ম পালন করা হয়। শেষ শয্যায় লতার জন্যও সেই রেওয়াজই পালন করছিলেন সুপারস্টার। মাস্ক নামিয়ে ফুঁ দিয়েছিলেন তিনি। থুতু ছেটাননি।
যদিও আক্রমণকারীরা এ সব ব্যাখ্যার ধার না ধেরে আসল বিষয়টি না জেনেই শাহরুখ খানকে আক্রমণ করেছেন। বিস্মিত শাহরুখ খান তাই বলেছেন, এমন পবিত্র বিষয়কেও এমন খাটো করে দেখা যায়!
কে পাচ্ছেন লতা মঙ্গেশকরের রেখে যাওয়া বিপুল পরিমাণ অর্থ সম্পদ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।