Advertisement
ইতিহাসের অন্যতম জনপ্রিয় এবং সম্মানিত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গভীর শোক প্রকাশ করেছেন।
রোববার (৬ ফেব্রুয়ারি) কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
টুইটারে ইমরান খান বলেন, ‘লতা মঙ্গেশকরের মৃত্যুতে উপমহাদেশ এক মহান গায়িকাকে হারাল। তার গান বিশ্বের বহু মানুষকে আনন্দ দিয়েছে। ‘
এছাড়া পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ হুসেন চৌধুরীও মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর রোববার (০৬ ফেব্রুয়ারি) সকালে ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।