জুমবাংলা ডেস্ক: ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান দেশবরেণ্য শিল্পপতি লতিফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
বুধবার এক শোক বার্তায় প্রয়াত লতিফুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
জাপা চেয়ারম্যান বলেন, প্রয়াত লতিফুর রহমান ছিলেন একজন সফল মানুষ। তিনি ট্রান্সকম প্রতিষ্ঠা করে দেশের ইলেকট্রনিক্স, খাদ্যপণ্য, ওষুধ ও চাসহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রয়াত লতিফুর রহমান। এছাড়া মিডিয়াস্টার প্রতিষ্ঠা করে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এর মতো পাঠক নন্দিত গণমাধ্যম পরিচালনা করেছেন। প্রয়াত লতিফুর রহমানের মৃত্যুতে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়।
বুধবার দুপুরে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমান (৭৫) কুমিল্লায় নিজ গ্রামে মারা গেছেন। বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন এবং দুপুর ১টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।