
ম্যাসাচুসেটস পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, প্লেনটিতে এসময় ২১৭ জন যাত্রী ছিল। কোরি ট্যানার নামে প্লেনটির এক যাত্রী বলেন, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেনটি উড্ডয়নের আধা ঘণ্টার মধ্যেই প্রথম শ্রেণির কেবিন থেকে ধোঁয়ার গন্ধ পাওয়া যাচ্ছিল।
তিনি বলেন, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জানান, সেখানে একটি টেলিভিশনে আগুন লেগেছে। পরে, ভার্জিন আটলান্টিক এক বিবৃতিতে জানায়, একটি ঘটনার কারণে ফ্লাইটটি ঘুরিয়ে নিতে হয়েছে। তবে, এতে আগুন লাগার বিষয়ে বিস্তারিত বলা হয়নি।
ধারণা করা হচ্ছে, যাত্রীদের একটি আসনে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।