লন্ডনে ছেলের মা হলেন সোনম, ছবি আসল না নকল জানা গেলো

লন্ডনে ছেলের মা হলেন সোনম

ইতিমধ্যেই সন্তানের মা হয়ে গেলেন নাকি সোনম? তার প্রমাণস্বরূপ একটি ছবি ঘুরে বেড়াচ্ছিল সকাল থেকে। আসল না নকল? বোঝা গেল পরে।

হাসপাতালের শয্যায় ছেলে কোলে সোনম! মুখে পরিতৃপ্তির হাসি অভিনেত্রীর। ফুটফুটে সদ্যোজাত তাঁর বুকের উপর, যেন জীবনের ঘ্রাণ নিচ্ছে। নিমেষে ছবি ছড়িয়ে পড়ল সর্বত্র। সবাই মন দিয়ে দেখছেন আর ভাবছেন, এরই মধ্যে সন্তান প্রসব করে ফেললেন অন্তঃসত্ত্বা সোনম?

লন্ডনে ছেলের মা হলেন সোনমমার্চ থেকে জুলাই, ক’মাস হল? নানা জল্পনার মাঝে ঘুরপাক খাচ্ছিল আরও একটা প্রশ্ন। এত দিন ধরে এত মুহূর্ত ভাগ করলেন, আর শেষ বেলায় কিছুই জানালেন না আনন্দ অহুজা আর সোনম? তা-ও কি হয়?

তবে খোঁজখবর করে জানা গেল, ঘটনা সত্যি নয়। এখনও সোনমের সন্তান পৃথিবীর আলো দেখেনি। ছবিটি কেউ রসিকতা করে বানিয়েছেন। ভক্তদের বিভ্রান্ত করাই ছিল উদ্দেশ্য। ছবিতে কাঁচি চালিয়ে সোনমের উপর শিশুটিকে নিখুঁত ভাবে যোগ করা হয়েছে।

এই বলি তারকা সালমান খানের বোনের চোখে জলের কারণ ছিল