স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে শুক্রবার। মাত্র দুইদিন বাকি থাকলেও এখনো উন্মুক্ত করা হয়নি বিপিএলের ট্রফি। এখনো দেশেই এসে পৌঁছায়নি ট্রফিটি। বৃহষ্পতিবার লন্ডন থেকে দেশে এসে পৌঁছাবে বিপিএলের ট্রফি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি শেখ সোহেল বুধবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিপিএলের ট্রফিটা বিদেশ থেকে আসছে। লন্ডন থেকে আনা হচ্ছে। ফাইনালের আগের দিন (বৃহষ্পতিবার) আসবে। এরপর ফাইনালের দিন দেখা যাবে।
বিপিএলের নির্মাতা প্রতিষ্ঠান ইংকারম্যান। ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফিও বানায় এই প্রতিষ্ঠানটি। অতীতেও বিপিএলের ট্রফি বানিয়েছে ইংকারম্যান। তবে এবারের আসরে ট্রফিতে আসছে কিছুটা পরিবর্তন।
শুক্রবার ফাইনালে জয়ী দলের হাতে উঠবে বিশেষ আসরের বিশেষ ডিজাইনে তৈরি এবারের ট্রফি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।