আন্তর্জাতিক ডেস্ক: বিলাসবহুল জীবনযাপনকারীদের জন্য হংকং, লন্ডন ও নিউইয়র্ককে টপকে সিঙ্গাপুর প্রথমবার সবচেয়ে ব্যয়বহুল শহরে পরিণত হয়েছে।
মঙ্গলবার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান জুলিয়াস বায়েরের বৈশ্বিক সম্পদ ও জীবনধারা সংক্রান্ত এক প্রতিবেদনে প্রকাশিত তালিকায় শীর্ষে উঠে এসেছে নগরটি। খবর রয়টার্সের
প্রতিবেদনে বলা হয়েছে, ধনীদের খরচের ধরন প্রতিফলিত হয় এমন ১২টি ভোগ্যপণ্য ও ৮টি পরিষেবার মধ্যে গাড়ি এবং জরুরি স্বাস্থ্য বীমার ক্ষেত্রে সিঙ্গাপুরে বৈশ্বিক গড়ের চেয়ে যথাক্রমে ১৩৩ ও ১০৯ শতাংশ বেশি ব্যয় করতে হয়।
ধনীদের জন্য ব্যয়বহুল তালিকায় গত বছর সবার ওপরে থাকা সাংহাই এবার দ্বিতীয় স্থানে নেমে গেছে। হংকং এ তালিকায় তৃতীয় স্থান পেয়েছে। গত বছর দ্বিতীয় স্থানে থাকা লন্ডন চলে গেছে চতুর্থ স্থানে, প্রথমবারের মতো শীর্ষ দশে জায়গা করে নিয়েছে দুবাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।