পুঁজিবাজার ডেস্ক : গত ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনারস (বিও) অ্যাকাউন্টসে পাঠিয়েছে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাববছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবদেন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের দুই দশমিক ৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।
এদিকে গতকাল কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৬১ শতাংশ বা ১০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১৬ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। লেনদেন শেষে সর্বশেষ দর দাঁড়ায় ১৬ টাকা ১০ পয়সা।
গতকাল কোম্পানিটির এক লাখ ৩১ হাজার ৫১৪টি শেয়ার ১৩৩ বার হাতবদল হয়। যার বাজারমূল্য ২১ লাখ ৪২ হাজার টাকা। দিনভর শেয়ারটির দর ১৬ টাকা থেকে ১৬ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে। আর গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ১৪ টাকা ২০ পয়সা থেকে ৩৫ টাকায় ওঠানামা করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।