Advertisement
স্পোর্টস ডেস্ক: ঢাকা লিগে এবার শেখ জামালের হয়ে খেলবেন বাঁহাতি টাইগার ওপেনার ইমরুল কায়েস। তবে ইনজুরিতে পড়ে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে অনেকটা সময় খেলতে পারবেন না তিনি।
গতকাল সোমবার (৯ মার্চ) দলের অনুশীলনে ফিল্ডিংয়ের সময় বাঁ পায়ের কনিষ্ঠায় চোট পান তিনি। পরে স্ক্যান করে দেখা যায়, তার আঙুলের ওপরের দিকের হাড়ে চিড় ধরেছে। যার ফলে কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে টাইগার এই ওপেনারকে।
প্রসঙ্গত, আগামী রবিবার (১৫ মার্চ) থেকে এবারের প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকার লিগ হলেও মাঠ সঙ্কটের কারণে প্রথম তিন রাউন্ডের খেলা হবে ঢাকার বাইরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।