বিনোদন ডেস্ক : লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এরকম দাবানল আর একটাও ঘটেনি। আগ্রাসী আগুনে জ্বলে পুড়ে ছাড়খার হয়ে গেছে লাখো ঘরবাড়ি ও বিষয়-সম্পত্তি। লাখের বেশি মানুষ তাদের বাড়ি ছেড়েছেন। তবে অনেকেই দাবানলের আগুনে প্রাণ হারিয়েছেন। প্রাণ হারিয়েছেন হলিউডের এক সাবেক অভিনেতাও।
হলিউডের অনেক তারকারাই লস অ্যাঞ্জেলেসে বসবাস করতেন। তাদের বেশিরভাগ নিরাপদ আশ্রয়ে রয়েছেন। তবে এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী ররি স্কাইজ দাবানলের আগুনে মারা যায়। পিপল থেকে জানা যায় লস অ্যাঞ্জেলস মালিবুতে ১৭ একর জমির উপরে একটি বাড়িতে থাকতেন ররি। সেই বাড়িতে আগুন লেগেই প্রাণ হারান ৩২ বছর বয়সী সাবেক এই হলিউড অভিনেতা। ছেলের মৃত্যুর খবর দিয়েছেন মা শেলী স্কাইজ।
মা শেলী জানিয়েছেন, অনেক চেষ্টা করেও তিনি ছেলেকে বাঁচাতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় শেলী লিখেছেন, বুক ভেঙে যাচ্ছে। আমার জন্য ও একটা উপহার ছিল। শেলী স্কাইজ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, অনেক চেষ্টা করেছিলাম বাড়ির আগুন নেভাতে। কিন্তু পানি দেয়ার সময়ে নজরে আসে যে পানির সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। ওর ঘরের ছাদে পানি দিতে পারিনি কারণ কোনও পাইপ আসছিল না। এমনকি দমকল কর্মীদের কাছেও কোনও পানি ছিল না তখন। আমরা পানির জন্য স্থানীয় দমকলের দফতরে ছুটে যাই। কিন্তু ফিরে এসে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, অস্ট্রেলিয় বংশোদ্ভূত ররি স্কাইজ খবরের শিরোনামে উঠে আসেন ১৯৯৮ সালে প্রচারিত ব্রিটিশ ধারাবাহিক ‘কিডি ক্যাপার’-এ অভিনয়ের মাধ্যমে। অস্ট্রেলিয়ান শো ‘মর্নিংস উইথ কেরি-অ্যান’-এ উপস্থিত হয়ে বেশ জনপ্রিয় হন। তিনি পেশাদার মোটিভেশনাল স্পিকার এবং দানবীর হিসেবেও পরিচিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।