Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হওয়া সিলেটের সেই চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ কথা জানান।
ডা.আনিস জানান, রবিবারও তার অবস্থা ভাল ছিল। কিন্তু আজ সোমবার (গতকাল) সকাল থেকে তার অবস্থা খারাপের দিকে যায়। এজন্য লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তার সাথে তার স্ত্রী আছেন।
গত ৫এপ্রিল সিলেটে করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রথম আক্রান্ত হিসেবে এই চিকিৎসক সনাক্ত হন। সনাক্ত হওয়ার পর তিনি বাসায় আইসলেসনে ছিলেন। পরে অবস্থা খারাপ হলে তাকে শহীদ সামসুদ্দিন হাসপাতালের আইসলেশন বিভাগে ভর্তি করা হয় গত ৭ এপ্রিল মঙ্গলবার রাতে। পরে তার পরিবারের ইচ্ছায় উন্নত চিকিৎসার জন্য ৮ এপ্রিল রাতে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।