বিনোদন ডেস্ক : Viral Video মহিলা সাংবাদিকের। সম্প্রতি পাকিস্তানের একজন মহিলা সাংবাদিকের কাণ্ড শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ তিনি লাইভ সম্প্রচার চলাকালীন এমন কাণ্ড ঘটিয়েছেন যা সচরাচর দেখতে পাওয়া যায় না। জানা গিয়েছে, বিগত 9 জুলাই ইদের দিনে ইদ সংক্রান্ত খবরই পরিবেশন করছিলেন ওই পাক মহিলা সাংবাদিক। সেখানে মহিলা সাংবাদিককে ঘিরে কৌতূহলী জনতার ভিড়। সাংবাদিক ক্যামেরায় সরাসরি সংবাদ পরিবেশন করছেন। আচমকাই এক কিশোর ক্যামেরার সামনে হাত নেড়ে কিছু বলে দূরে দাঁড়ানো কাউকে। এরপরই নিজের মেজাজ ঠিক রাখতে পারেননি ওই মহিলা সাংবাদিক।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও শেয়ার করা হয়েছে টুইটারে। @ItxMeKarma নামের একটি প্রোফাইল থেকে টুইটারে শেয়ার করা হয়েছে ভাইরাল হওয়া সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে যে, টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচার চলছে। ওই মহিলা সাংবাদিক লাইভ সংবাদ পরিবেশন করছেন। সাংবাদিককে ঘিরে জনতার ভিড়। ওই ভিড়ে দাঁড়ানো এক কিশোরকে আচমকা সপাটে চড় মারলেন পাকিস্তানের (Pakistan) ওই মহিলা সাংবাদিক। স্বভাবতই প্রশ্ন উঠছে, ওই কিশোরকে আচমকা চড় মারলেন কেন সাংবাদিক? নেটিজেনদের একাংশের বক্তব্য, কিশোর নিশ্চয়ই কোনও খারপ ভাষা প্রয়োগ করেছিল। সেকারণেই মেজাজ হারান সাংবাদিক এবং চড় মারেন। যদিও প্রকৃত কারণ শুরুতে জানা যায়নি। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
যিনি প্রথমবার পাকিস্তানি মহিলা সাংবাদিকের ভিডিও টুইট করেন, তাঁকে সকলেই প্রশ্ন করেন, কেন চড় মারল সাংবাদিক? তিনি সেই বিষয়ে কিছু জানাতে পারেননি। জানা গিয়েছে যে ওই মহিলা সাংবাদিকের নাম হল মাইরা হাসমি। তিনি জানিয়েছেন, “লাইফ সম্প্রচারের মধ্যেই ভিড়ে দাঁড়ানো একটি পরিবারের সঙ্গে গুন্ডার মতো আচরণ করছিল ওই কিশোরটি। সেই বিষয়টি পছন্দ হয়নি আমার। সেই কারণেই চড় মেরে ফেলি।” যদিও জনপ্রিয় সাংবাদিকের সাফাইয়ে সন্তুষ্ট নন নেটিজেন একাংশ। এই নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই মহিলা সাংবাদিকের কাণ্ড দেখে সকলেই হতবাক। কারণ লাইভ সম্প্রচার চলাকালীন তিনি যে কাণ্ড ঘটিয়েছেন, তা সকলকে চমকে দিয়েছে। সকলের সামনেই একজন কিশোরকে থাপ্পড় মেরে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছেন ওই মহিলা সাংবাদিক। এক নজরে দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়াসেই ভিডিও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।