জুমবাংলা ডেস্ক: মঙ্গলবার রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যারা নিয়োগ পান তারা রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পান। তাই কিছু হলেও প্রশাসন ছাত্রলীগ নিয়ে আসে।
নুর বলেন, ‘ঢাবিকে সারাদেশ অনুকরণ করে। দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠ যেভাবে পরিচালিত হয়, সে অনুযায়ী দেশের অন্য প্রতিষ্ঠানগুলোও পরিচালিত হয়। অথচ আজ ঢাবি প্রশাসনে যারা নিয়োগ পান, তারা সকলেই রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত হন। ফলে সাধারণ শিক্ষার্থীদের কোনো দাবিতেই প্রশাসন কর্ণপাত করে না।’
ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের উপর হামলার বিষয়ে তিনি বলেন, ‘আখতারসহ আমরা শুরু থেকেই সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিলাম। ছাত্রলীগের নেতারাও বলেছিলেন, তারা এই আন্দোলনের সাথে আছে। কিন্তু আখতারের উপর হামলা তাদের আসল রূপ সবার সামনে তুলে ধরেছে।’
তিনি আরো বলেন, ‘সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ২০১৮ সালেও আন্দোলন হয়েছিলো। তখনো প্রশাসনের সহযোগিতায় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে তা পণ্ড করে দেয়। যদি ঢাবি প্রশাসন রাজনীতির বাইরে থাকতেন, তাহলে আজ সাধারণ শিক্ষার্থীদের সকল সমস্যার সমাধান হয়ে যেতো। ছাত্রলীগকে দিয়ে একাডেমিক ভবনের তালা ভাঙতে হতো না। এখন কিছু হলেই প্রশাসন ছাত্রলীগকে নিয়ে আসে।’ সূত্র: সময়ের কন্ঠস্বর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।