নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ভেটেনারি লাইসেন্স ছাড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে পশুখাদ্য বিক্রির অপরাধে তিন দোকানিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার বালীগাঁও ও বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন ঊর্মি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নুরী তাসমিন ঊর্মি জানান, বিকেলে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এবং বাজার এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন মামলায় তিন ব্যবসায়ীকে নয় হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালের চিকিৎসক মো. আফজাল হোসেন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।