জুমবাংলা ডেস্ক : ভারতের নৌবাহিনী মালদ্বীপের কাছাকাছি কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ লাক্ষাদ্বীপে সামরিক ঘাঁটি স্থাপন করার কথা জানিয়েছে। দেশটির রাজধানী মালে থেকে ভারতীয় সেনাদের ফেরত পাঠানো শুরুর আগেই ওই নতুন ঘাঁটির কার্যক্রম শুরু হবে।
মালদ্বীপের চীনপন্থি প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু গত বছর ভারতীয় সেনাবাহিনীকে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে মালদ্বীপের ক্ষমতায় আসেন। এর পর থেকেই ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্কে চিড় ধরেছে।
মালদ্বীপে চীনের উপস্থিতি বেড়ে যাওয়া নিয়ে ভারতের উদ্বেগ বেড়েছে। গত শনিবার ভারতের নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মালদ্বীপের কাছে সামরিক ঘাঁটি তৈরি করা হলে তা ওই এলাকায় নয়াদিল্লির নজরদারি কার্যক্রম বিস্তৃত করবে।
প্রেসিডেন্ট মুইজ্জু মালদ্বীপে থাকা ৮৯ জন ভারতীয় সেনাকে সরিয়ে নিতে অনুরোধ করেছেন। এর মধ্যে প্রথম দফায় ১০ মার্চ কিছু সেনা মালদ্বীপ ছাড়বেন। বাকি সেনাদের দুই মাসের মধ্যে মালে ছাড়তে হবে।
ভারতের লাক্ষাদ্বীপে নতুন ঘাঁটি আগামী ৬ মার্চ চালু হবে বলে ভারতীয় নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।