বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বেলা ৩টার দিকে সংসদ ভবনের মাঠ ও মানিক মিয়া এভিনিউ এলাকায় নামাজ শুরু হয়। সেখানে ও আশপাশের সব রাস্তা জুড়ে সমবেত হন দেশের দূর-দূরান্ত থেকে আসা বিএনপি নেতা, কর্মী, সমর্থকসহ বিপুল সংখ্যক মানুষ।
তাঁর মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোকের পাশাপাশি আজ সাধারণ ছুটি রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও বাংলাদেশে এসেছেন খালেদা জিয়াকে শেষ বিদায় দিতে।
রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত এই জানাজায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও অংশ নেন। তার সাথে যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন জানাজায়।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধানেরাও খালেদা জিয়ার জানাজায় অংশ নেন।
একইসাথে, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরাও এই জানাজায় অংশ নিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


