লাখ টাকায় পোড়া টি-শার্ট কিনলেন তাশরিফ

বিনোদন ডেস্ক: রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আহাজারী ছুঁয়ে গেছে বিনোদন অঙ্গনের মানুষদের। সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশের পাশাপাশি অনেক শিল্পীই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন।

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তায় বেশি মূল্যে পোড়া কাপড় কিনেছেন সংগীতশিল্পী তাশরিফ খান। ১ লাখ টাকায় একটি পোড়া টি-শার্ট কিনেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই টি-শার্ট হাতে তোলা ছবিতে তাশরিফ লিখেছেন, ‘আমার জীবনে কেনা সবচেয়ে দামি পোশাক!’

তিনি আরও লেখেন, ‘বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার একজন ব্যবসায়ীর পুড়ে যাওয়া দোকান থেকে সরাসরি এই পোশাকটি আমি ব্যক্তিগত অর্থায়নে ১ লাখ টাকা দিয়ে ক্রয় করেছি।’

গায়কের ভাষ্য, ‘দেশবাসীর থেকে এখন পর্যন্ত মোট ফান্ড এসেছে ৩১ লাখ ৮৮ হাজার ৬৮৯ টাকা। যেখান থেকে ১৫ জন সর্বস্ব হারানো ব্যবসায়ীকে ১ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে।’

তিনি যোগ করেন, ‘ফান্ডের বাকি টাকা সঠিকভাবে বন্টন করার লক্ষ্যে বেশ সময় নিয়ে চলছে আমাদের যাচাই বাছাই কার্যক্রম। আমরা কোন তাড়াহুড়ো করতে চাচ্ছি না। খুব শিগগিরই আপনাদের পরবর্তী আপডেট জানিয়ে দেব।’

একটা রোজা রেখেছেন শাকিব-অপু বিশ্বাসের ছেলে!