‘লাখ টাকায় দৈনিক মুনাফা ৫ হাজার’, যেভাবে কোটি টাকার প্রতারণা

কোটি টাকার প্রতারণা

জুমবাংলা ডেস্ক: ভুয়া কোম্পানি খুলে ১ লাখ টাকা বিনিয়োগে প্রতিদিন ৫ হাজার টাকা মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অর্থ হাতিয়ে নেওয়ার মামলায় পুলিশ লিপন ইসলাম বিজয় (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে ‘৯৯৯’ নম্বর থেকে ফোন পেয়ে তাকে শহরের মালতিনগর বউবাজার এলাকার ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, রিমান্ডের ব্যাপারে পরে শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত জানিয়েছেন।
কোটি টাকার প্রতারণা
পুলিশ, এজাহার সূত্র ও ভুক্তভোগীরা জানান, লিপন ইসলাম বিজয় বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী গ্রামের মৃত গাজিউল ইসলামের ছেলে। সে ঢাকার কয়েকজনকে সঙ্গে ‘ট্রোন কোম্পানি’ নামে একটি অনলাইন প্রতিষ্ঠান চালায়। তারা বলে, ওই কোম্পানিতে এক লাখ টাকা জমা করলে প্রতিদিন ৫ হাজার টাকা লাভ পাওয়া যাবে। তাদের এ প্রলোভনের ফাঁদে অনেকে জড়িয়ে যান।

আরও জানা গেছে, খুব অল্প সময়ে অনেকে ওই অনলাইন কোম্পানিতে বিনিয়োগ করে, যা সবমিলিয়ে প্রায় কোটি টাকা। পরবর্তী সময়ে গ্রাহকরা ওয়েবলিংকে ঢুকে ওই কোম্পানির সাইট বন্ধ পান। এসময় তারা বিজয় ও অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। বুধবার রাতে গ্রাহকরা বিজয়ের শহরের মালতিনগর বউবাজার এলাকায় ভাড়া বাসায় যান এবং সঞ্চয় করা টাকা ফেরত চাইলে প্রতারকরা তালবাহানা করতে থাকেন। এ সময় আবু সাঈদ নামে এক ব্যক্তি জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ লিপন ইসলাম বিজয়কে গ্রেফতার করে।

এ ব্যাপারে ভুক্তভোগী আবু সাঈদ সদর থানায় বিজয়সহ তিন জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি নূরে আলম সিদ্দিকী।

চুরি করতে নিজের প্রাইভেটকার নিয়ে গ্রাম থেকে রাজধানীতে ইউপি মেম্বার