বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দু:সংবাদ। অভিযোগের ভিত্তিতে ১৭ লক্ষের বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিল সোশ্যাল মিডিয়া জায়ান্ট। গত বছরের নভেম্বরেই এই কাজ করেছে কোম্পানি। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের তরফে জানানো, নিরাপত্তার নিয়মের কথা মাথায় রেখেই এই কাজ করেছে সংস্থা। আপনিও যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাহলে অবিলম্বে দেখুন আপনার অ্যাকাউন্টের অবস্থা।
সোশ্যাল মিডিয়া মেসেজিং জায়ান্টের তরফে বলা হয়েছে, ২০২১-এর নভেম্বরে ১৭.৫ লক্ষেরও বেশি ভারতীয়দের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করেছে কোম্পানি। সেই মাসে মোট ৬০২টি অভিযোগের ভিত্তিতে এই কাজ করেছে হোয়াটসঅ্যাপ।
কীসের ভিত্তিতে এই অ্যাকাউন্ট বন্ধ? হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই তাদের নভেম্বর মাসের রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্ট বলছে, ২০২১ সালের নভেম্বরে হোয়াটসঅ্যাপ ১৭.৫ লাখের বেশি ভারতীয়দের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে দেশে। এতে বলা হয়েছে যে ভারতীয় অ্যাকাউন্টগুলি +91 ফোন নম্বরের মাধ্যমে সনাক্ত করা হয়েছে।
৬ষ্ঠ মাসিক রিপোর্ট কী বলছে? এই প্রসঙ্গে হোয়াটসঅ্যাপের মুখপাত্র বলেন, “আইটি-র নিয়ম ২০২১ অনুসারে আমরা নভেম্বর মাসের জন্য আমাদের ষষ্ঠ মাসিক প্রতিবেদন প্রকাশ করেছি। এই ‘ইউজার সিকিউরিটি’ রিপোর্টে ব্যবহারকারীর অভিযোগের বিশদ বিবরণ ও হোয়াটসঅ্যাপের গৃহীত সংশ্লিষ্ট পদক্ষেপগুলি সম্পর্কে বিশদে বলা হয়েছে।”
কেন নিষেধাজ্ঞা জারি করা হল? ফেসবুক-এর মালিকানাধীন সংস্থাটি আগেই জানিয়েছিল, ৯৫ শতাংশেরও বেশি নিষেধাজ্ঞাগুলি স্বয়ংক্রিয় বা বাল্ক মেসেজিং (স্প্যাম) এর অননুমোদিত ব্যবহারের কারণে করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।