আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের অন্যতম হটস্পট লাতিন আমেরিকা অঞ্চলে সংক্রমণ কমার জোরালো লক্ষণ নেই। ক্যারিবীয় অঞ্চল মিলে সেখানে আক্রান্ত এরই মধ্যে ৮০ লাখ ছাড়িয়ে গেছে বলে নিজেদের হিসেব তুলে ধরে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বৃহস্পতিবার আন্তর্জাতিক সময় রাত ১০টায় লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৮০ লাখ ৩৫ হাজার ৪৮৪ জন। আগের দিন ওই অঞ্চলে মৃত্যুর সংখ্যা ৩ লাখের কোটা অতিক্রম করে। তখন বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছিল ২ কোটি ৮২ লাখ।
বৃহৎ অঞ্চল হিসেবে আক্রান্তে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের পরেই রয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। দেশ দুটি মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬৬ লাখের বেশি। আর মৃত্যুতে লাতিন-ক্যারিবীয় অঞ্চলের ঠিক পরেই রয়েছে ইউরোপীয় অঞ্চল, ২ লাখ ২০ হাজার।
লাতিন দেশের মধ্যে সবচেয়ে বাজে অবস্থা ব্রাজিলের, দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়েছে; আর মৃত্যুর সংখ্যা ১ লাখ ৩০ হাজর ছুঁই ছুঁই।
সাত লাখ ছাড়ানো আক্রান্ত নিয়ে এই অঞ্চলে আক্রান্তে দ্বিতীয়স্থানে আছে পেরু; তবে মৃত্যুতে ব্রাজিলের ঠিক পরেই রয়েছে মেক্সিকো; দেশটিতে আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ লাখ। আক্রান্তে তৃতীয়স্থানে আছে কলম্বিয়া, ৬ লাখ ৯৪ হাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।