আন্তর্জাতিক ডেস্ক : ভারত-চীন সীমান্তে দুই দেশের সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সেনা এবং ৪৩ জন চীনের সেনা নিহত হওয়ার ঘটনায় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে।
এরইমাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চীন সেনাবাহিনীর একটি ভিডিও।
চীনের সংবাদমাধ্যম পিপল’স ডেইলির পক্ষ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, পিপল’স লিবারেশন আর্মির স্পেশাল ফোর্সের সেনারা কঠোর প্রশিক্ষণের মাঝে অবসরের সময়েও তাদের বন্দুক আঁটসাঁট করে জড়িয়ে শুয়ে আছে।
১৮ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, কঠোর পরিশ্রমের ট্রেনিং সেশনের পরে তাদের বন্দুককে আগলে রেখেই কোন রকমে বিশ্রাম করছেন। ঠিক এমন সময়েই স্কোয়াড লিডাররা তন্দ্রাবস্থায় বন্দুক নিয়ে নেয়ার চেষ্টা করলেও চীন সেনাবাহিনীর সৈন্যরা চোখে ঘুম নিয়েও তা শক্ত করে ধরে রাখে। তৎক্ষণাৎ কিছু সৈন্যরা তড়িঘড়ি উঠে দেখতে শুরু করে সেখানে কী সমস্যা হয়েছে।
চাইনিজ আর্মির এই ভিডিও শেয়ার হওয়ার কিছুক্ষণের মধ্যেই কমেন্ট সেকশনে ট্রোল এবং কটাক্ষ করে মন্তব্য করতে শুরু করে ভারতীয়রা। অনেক ভারতীয় মনে করেন এই ভিডিওটি একটি ‘মত ও নীতি প্রচারের কার্যকলাপ’। কিছু মানুষ বলেছেন, ‘চীনের সৈন্যরা ভারতীয় সৈন্যদের জন্য সতর্ক হয়েছিলেন এবং বাকিরা ‘চীনের সৈন্যদের অভিনয় ক্ষমতা’ নিয়ে মন্তব্য করেছেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।