
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: লাদাখ সীমান্তে ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনীর হাতে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) এক সৈনিক ধরা পড়েছে। সোমবার তাকে চুমার-ডেমচোক নামক এলাকা থেকে আটক করা হয়। খবর সংবাদ সংস্থা এএনআই’র।
সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, চীনের পিএলএ সৈনিক নিজের অজান্তেই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন।
ওই সূত্রটি আরও জানিয়েছে, আটক ব্যক্তি চীনের কাছে ফিরিয়ে দেওয়া হবে। তবে তার আগে যথাযথ প্রটোকল সম্পন্ন করা হবে।
তথ্যমতে, ওই সৈনিক সামরিক নথি নিয়ে যাওয়ার সময় তাকে আটক করে ভারতীয় সেনারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।