
জুমবাংলা ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মাহেন্দ্রর ধাক্কায় দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুড়িমারী ঘুণ্টির বাজারের ঈদগা মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জের বাসিন্দা সফিয়ার রহমানের ছেলে আয়নাল হক (৩৫)।
পাটগ্রাম থানার ওসি সুমন্ত কুমার জানান, রাত সাড়ে ১০টার দিকে একটি ট্রাক পাটগ্রাম উপজেলার বুড়িমারী ঘুণ্টির বাজারের ঈদগা মাঠ এলাকায় বাতি নিভিয়ে দাঁড়িয়ে ছিল। বুড়িমারী স্থলবন্দর থেকে পাটগ্রামগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্র ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই এক মাহেন্দ্র যাত্রীর মৃত্যু হয়। এসময় আহত হন চালকসহ ছয়জন। তাদের উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
আশঙ্কাজনক অবস্থায় চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান ওসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।