জুমবাংলা ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের তিন বিঘা করিডোর থেকে শিশুসহ চার রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। পরে তাদের পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের তিনবিঘা করিডোর সীমান্তের মেইন পিলার ৮১২ থেকে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করা অবস্থায় তাদের আটক করে বিজিবি সদস্যরা।
আটককৃত রোহিঙ্গারা টেকনাফ সেকমারকুল ২১ রিফিউজি রোহিঙ্গা ক্যাম্পের মৃত ইউনুস আলীর ছেলে মো. আব্দুল্লাহ (২৪), আব্দুল্লাহর স্ত্রী মোছা. শরিফা বেগম (১৯), একই ক্যাম্পের শামছুল হকের মেয়ে মোছা. আমেনা বেগম (১৫) এবং শিশু মোছা. রিনাস বিবি (২৭ মাস)।
থানা–পুলিশ জানায়, নারী ও শিশুসহ রোহিঙ্গা চার ব্যক্তি আজ দুপুরে দহগ্রাম ইউনিয়নের করিডরপাড়া গ্রামে সীমান্তের ডিএএমপি-৭/৩০ এস পিলারের কাছাকাছি ৩০ গজ অভ্যন্তরে সন্দেজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। সন্ধ্যায় ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম ইউনিয়নের দহগ্রাম বিওপি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁদের আটক করেন। রাতেই তাঁদের পাটগ্রাম থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক চার রোহিঙ্গা ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
পাটগ্রাম থানা পুলিশের ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, আটককৃত রোহিঙ্গাদের তথ্য যাচাই-বাছাই চলছে। সীমান্ত থেকে বিজিবি তাদের আটক করেছে। বর্তমানে আটককৃতরা থানা হেফাজতে রয়েছেন।
এর আগে গত সপ্তাহে পাটগ্রামের কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি সীমান্তের ৮১২ পিলারের কাছ থেকে রমিদা বেগম (২১) নামের এক রোহিঙ্গা নারীকে আটক করে বিজিবি। পরে ওই নারীকে আবার আশ্রয়শিবিরে ফেরত পাঠায় পাটগ্রাম থানা–পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।