স্পোর্টস ডেস্ক : তার প্রথম পরিচয় একজন ক্রিকেটার। সেই ২০০১ সাল থেকেই খেলে যাচ্ছেন জাতীয় দলে। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফলতম ওয়ানডে অধিনায়ক। সেই অধ্যায়ের ইতি টানছেন মাশরাফি বিন মর্তুজা। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি খেলেই সরে দাঁড়াবেন নেতৃত্ব থেকে। এই ঘোষণার দিনে আবেগপ্রবণ মাশরাফি অনেক কথাই শোনালেন।

ক্রিকেট অঙ্গনে যে পরিচয়টাকে আড়াল করে রাখতেন, সেই প্রসঙ্গটাও বৃহস্পতিবার তুলে আনেক মাশরাফি। যিনি গত জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ক্রিকেটার মাশরাফির এখন আরো একটি পরিচয় আছে। তিনি বর্তমানে নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। তবে, একজন সংসদ হলেও মাশরাফি এখনো লাল পাসপোর্ট নেননি। সরকারি গাড়ি, বাড়ির সুবিধাও তিনি ভোগ করছেন না।
বৃহস্পতিবার সিলেটে সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘ক্রিকেটের বাইরেও আমার একটি পরিচয় আছে। আমি বর্তমানে এমপি (সংসদ সদস্য)। কিন্তু এখনো আমি লাল পাসপোর্ট নেইনি। গাড়ি, বাড়ির সুবিধাও ভোগ করছি না। আমি ক্রিকেট খেলছি। ক্রিকেট আমার কাছে আগে। ক্রিকেট আমার রক্তে মিশে আছে। আমি এখন পর্যন্ত যা অর্জন করেছি তা ক্রিকেটের জন্যই অর্জন করতে পেরেছি।’
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর একটায়।
২০১৪ থেকে ওয়ানডে দলকে নিয়মিত নেতৃত্ব দিচ্ছেন তিনি। এরপর নিয়মিত অধিনায়ক হয়ে ৮০টি একদিনের ম্যাচ খেলে দলকে এনে দিয়েছেন ৪৬টি জয়। সব মিলিয়ে ৮৭ ম্যাচে তার নেতৃত্বে সর্বোচ্চ ৪৯টি ওয়ানডে ম্যাচে জিতেছে বাংলাদেশ দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



