জুমবাংলা ডেস্ক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের দিন আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত পুলিশের পরিদর্শক আরাফাত হোসেনকে আশুলিয়া থানায় সোপর্দ করেছে র্যাব।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়।
এর আগে ভোরে ওই পুলিশ কর্মকর্তাকে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করে র্যাবের একটি দল।
র্যাব জানায়, ঘটনার পর থেকে ছায়া তদন্ত শুরু করা হয়। পরে গোয়েন্দা নজরদারি পর তাকে আফতাবনগর থেকে আটক করা হয়। তাকে আনা হয় র্যাব-৪ এর কার্যালয়ে। পরে সেখান থেকে দুপুরে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
সাভার র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান জানান, আটকের পর পুলিশ পরিদর্শক আরাফাতকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।