‘এটা এমন একটা দিন, যেদিন মনে হলো বল যেন বারবার আমার পায়ের সামনে এসেই পড়ছে। নিজের সাবেক ক্লাব রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে চার গোলের ম্যাচ শেষ করে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন অ্যাতলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার আলেকজান্দার সরলথ। অবশ্য পায়ের কাছে চলে আসা বলগুলোকে গোলে পরিণত কৃতিত্বটা তারই।
সতীর্থদের বাড়ানো বলগুলোর মান রেখেছেন সরলথ। ম্যাচে ৩০ মিনিটের মাঝেই করেছেন ৪ গোল। হ্যাটট্রিক করেছেন ম্যাচের ১০ মিনিট ৪৬ সেকেন্ডের মাথায়। দুই দিক থেকেই গড়েছেন ইতিহাস। লা লিগার পরিসংখ্যানের খাতাটা সরলথের কল্যাণেই গতকাল রাতে বদলেছে আরও একবার।
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ ম্যাচটা জিতেছে ৪-০ গোলে। সবগোলই এসেছে সরলথের পা থেকে। ম্যাচের ৭ম, ১০ম এবং ১১তম মিনিটে করেছেন গোল। হ্যাটট্রিকের জন্য সময় নিয়েছেন মোটে ৩ মিনিট ৫৭ সেকেন্ড। এটাই লা লিগায় দ্রুততম হ্যাটট্রিকের নতুন রেকর্ড। মাত্র ৩ মিনিট ৫৭ সেকেন্ডের ব্যাবধানে গোল তিনটা করেছে নরওয়েজিয়ান তারকা।
এর আগে রেকর্ড ছিল দুজনের। ৮৪ বছর আগে, ১৯৪১ সালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ভ্যালেন্সির এডমুন্ডো সুয়ারেজ এবং তারও আগে ১৯২৯ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্পোর্টিং ক্লাব ইউরোপার বেসতিত ৭ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন।
এদিন অবশ্য আরও একটা অসামান্য রেকর্ডের পাতায় নাম তুলেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার সরলথ। গেল মৌসুমে ভ্যালেন্সিয়ার হয়ে খেলার সময় রিয়াল মাদ্রিদের বিপক্ষে এক ম্যাচে করেছিলেন ৪ গোল। এবারে ৪ গোল করলেন অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে। লা লিগায় কোনো খেলোয়াড়ের অন্তত দুবার এক ম্যাচে ৪ গোল করার শর্টলিস্টে তিনি তুলেছেন নিজের নাম।
এর আগে এই তালিকায় ছিলেন বার্সেলোনার তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ। সেইসঙ্গে ছিলেন রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো। লা লিগার বর্ণাঢ্য ইতিহাসে মাত্র ৪র্থ ফুটবলার হিসেবে এই তিন মহাতারকার পাশে বসলেন সরলথ।
রোমান্সে ভরপুর সেরা ওয়েব সিরিজ, গ্রামের প্রেক্ষাপটে এক ভিন্নধর্মী গল্প!
এই ম্যাচের মধ্য দিয়ে লা লিগায় খুব বেশি নিজেদের অবস্থান পরিবর্তন করতে না পারলেও ঠিকই অর্জনের খাতায় নাম উঠেছে অ্যাতলেটিকো মাদ্রিদের। আনুষ্ঠানিকভাবে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।