স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারিয়ে নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করল ফুটবল ক্লাব বার্সেলোনা। প্রতিপক্ষের জালে বার্সার হয়ে গোল চারটি করেছেন মার্টিন ব্রাথওয়েট (২), জেরার্ড পিকে ও সার্জি রবার্তো।
সবশেষ আসরে বার্সার পক্ষে সর্বোচ্চ গোলদাতা, সর্বোচ্চ এসিস্টদাতা এমনকি সর্বোচ্চ সুযোগও তৈরি করেছিলেন লিওনেল মেসি। কিন্তু এ মৌসুমে তিনি আর বার্সেলোনায় নেই। রবিবার (১৫ আগস্ট) রাতে প্রায় দেড় যুগ পর মেসিকে ছাড়া নতুন যুগের সূচনাই করল স্প্যানিশ ক্লাবটি।
ম্যাচের প্রথম থেকেই নিজেদের লক্ষ্য পরিষ্কার করে দিয়েছিল সার্জিও বুসকেটসের দল। একদম প্রথম মিনিটেই দুর্দান্ত শট নেন ব্রাথওয়েট। তবে তা দারুণ ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন সোসিয়েদাদ গোলরক্ষক।
পুরো ম্যাচে প্রায় ৬২ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখেছে বার্সেলোনা। সাজানো গোছানো আক্রমণে অন্তত ১৩ বার প্রতিপক্ষের জালের উদ্দেশ্যে শট করে তারা। যার মধ্যে ৮টিই ছিল লক্ষ্যে এবং চারটিতে পাওয়া গেছে কাঙ্ক্ষিত গোল।
ম্যাচের ১৯ মিনিটের সময় দলে নতুন যোগ দেয়া মেমফিস ডিপাইয়ের ফ্রি-কিক থেকে হেডে প্রথম গোলটি করেন পিকে। বার্সেলোনার জার্সিতে এটি তার ৫০তম গোল। দলের বর্তমান কোচ কোম্যানের (৮৮) পর দ্বিতীয় ডিফেন্ডার হিসেবে বার্সার জার্সিতে গোলের ফিফটি করলেন পিকে।
প্রথমার্ধের বিরতিতে যাওয়ার ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাথওয়েট। ততক্ষণে শেষ ৪৫ মিনিট, চলছিল অতিরিক্ত ইনজুরি সময়ের খেলা। যেখানে দ্বিতীয় মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের বাড়িয়ে দেয়া ক্রস থেকে দুর্দান্ত এক হেডে স্কোরলাইন ২-০ করেন ড্যানিশ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে ফিরে আবারও ব্রাথওয়েট। এবার ম্যাচের ৫৯ মিনিটের সময় ব্যবধান ৩-০ করেন তিনি। জর্ডি আলবার শট ঠেকিয়েছিলেন সোসিয়েদাদ গোলরক্ষক। কিন্তু তা নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলটি ফাঁকায় পেয়ে প্রথম ড্যানিশ খেলোয়াড় হিসেবে লা লিগায় এক ম্যাচে জোড়া গোল করেন ব্রাথওয়েট।
তিন গোলে এগিয়ে যাওয়ায় মনে হচ্ছিল সহজ জয়ের সামনেই দাঁড়িয়ে আছে বার্সেলোনা। কিন্তু ৮২ ও ৮৫ মিনিটে দুই গোল করে ম্যাচ জমিয়ে তোলে সোসিয়েদাদ। দলের পক্ষে প্রথম গোলটি করেন হুলেন লোবেতে সিয়েনফুয়েগোস আর পরেরটি আসে মিকেল ওয়ারজাবালের মাধ্যমে।
স্কোরলাইন ৩-২ হয়ে গেলেও সোসিয়েদাদকে আর গোল করতে দেয়নি স্বাগতিকরা। উল্টো নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্রাথওয়েটের এসিস্ট থেকে ৪ নম্বর গোলটি করেন সার্জিও রবার্তো।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel