জুমবাংলা ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে বিদায় নিচ্ছেন জাস্টিন ট্রুডো, আর সেই বিদায় যেন হলো পুরোদস্তুর সিনেম্যাটিক।
ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনার পর ট্রুডো শুরু করলেন তার ‘সরকারি জীবন’ গুটিয়ে নেয়ার কাজ। আর সেই গুটিয়ে নেয়ার মুহূর্তেই ঘটল সেই ভাইরাল দৃশ্য!
এক হাতে পার্লামেন্টে নিজের চেয়ার, জিভ বের করে মুখে দুষ্টু-মিষ্টি হাসি নিয়ে ট্রুডো যখন পার্লামেন্ট থেকে বেরিয়ে আসছেন—রয়টার্সের এক ফটোগ্রাফার ঠিক সেই মুহূর্তটাই ধরে ফেললেন। আর তা ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছেন, ‘দারুণ শট!’ কেউ আবার মজা করে লিখছেন, ‘ট্রুডোর অভিব্যক্তিই বলছে—শেষমেশ আমি মুক্ত! এবার পাহাড়ে ঘুরতে যাব!’ অনেকেই বলছেন, ট্রুডোর এই রসিক বিদায় তার ক্যারিশমাটিক ব্যক্তিত্বেরই প্রতিফলন। এক কথায়, কানাডার একদা ‘ফ্যাশন আইকন’ প্রধানমন্ত্রী বিদায় নিচ্ছেন স্টাইলেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।