সাধারণত স্মার্টফোনে হিট কমানোর জন্য ও কুলিং সিস্টেমের জন্য গ্রাফাইটের টেকনোলোজি ব্যবহার করা হয়৷ আর High-End প্রিমিয়াম স্মার্টফোনে থার্মাল সিস্টেম আরেকটু উন্নত থাকে। তবে শাওমি এক ধাপ এগিয়ে তাদের 12S Ultra মডেলে লিকুয়েড কুলিং সিস্টেম ব্যবহার করতে যাচ্ছে।
শাওমি 12S Ultra এখনও বাজারে আসেনি। জুলাই মাসে এটি বাজারে আসতে যাচ্ছে। যাদের বাজেট ৬০ হাজার বা তারও বেশি তারা এই হ্যান্ডসেটটি কিনতে পারবেন। লিফ ভেইনের মাধ্যমে water absorption technology ব্যবহার করা হবে।
লিকুয়েড কুলিং সিস্টেমের কারণে স্মার্টফোন সহজে গরম হবে না। আর গরম হলেও স্বাভাবিক তাপমাত্রায় খুব দ্রুত ফিরে আসতে পারে। সাধারণত হাই-এন্ড বিশিষ্ট মোবাইলে গেমিং সহ অনেক ভারী কাজ করা হতে পারে৷ তার জন্য জিপিউ হিটিং বা প্রসেসর অভারহিটিং যেনো সমস্যার কারণ না হয় সেজন্য লিকুয়েড কুলিং সিস্টেম সবথেকে ভালো কাজ করবে।
শাওমি জানিয়েছে, আগের থেকেও হিট দূরিকরণে এটি কার্যকর ভূমিকা পালন করবে। পূর্বের সোকিং প্লেট থেকে বর্তমানে এ পদ্ধতি শতভাগ বেটার বলে মনে করে তারা৷ শাওমি একটি ভিডিওতে লিকুয়েড কুলিং সিস্টেম ও প্রথাগত পদ্ধতির মধ্যে পার্থক্য তুলে ধরেন সেখানে দেখা যায় লিকুয়েড একেবারে ১ম স্তর থেকে শুর করে শেষ স্তর পর্যন্ত পৌছ যেতে সক্ষম। এর ফলে মোবাইল দ্রুত ঠান্ডা হয়।
শাওমি মনে করে, এই সিস্টেম স্মার্টফোন গবেষণার ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। প্রকৃতির প্রয়োজনে গাছের পাতার শিরা-উপশিরায় যেমন পানি প্রবাহিত হয় তেমনি ডিভাইসের ঠান্ডা স্তর থেকে শুর করে অত্যন্ত গরম স্তরে হিট পাম্প করা হয়ে থাকে। এটি খুব দ্রুত কাজ করে। ফলে কম সময়ে সার্কুলেশন শেষ হয়ে ফোন স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।