
স্পোর্টস ডেস্ক : লিটনের আউটটা ৬ হলে এগিয়ে যেতআন্দ্রে রাসেলের ব্লক হোলের বলগুলোর কোনো উত্তর ছিল না তাদের কাছে। লিটনের ওই আউটকেই মাহমুদউল্লাহ ম্যাচের টার্নিং পয়েন্ট মনে করছেন। সঙ্গে জানালেন, ওটা ক্যাচ না হয়ে ছক্কা হলে ম্যাচটা বাংলাদেশের পক্ষেই থাকতো।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন,‘ওই সময়টাতে আমার ও লিটনের জুটি ভালোই হচ্ছিল। রাসেলের শেষ ওভারটার আগে ব্রাভোর ওই বলে যদি ছক্কাটা হয়ে যেত তাহলে অনেকটা এগিয়ে যেতাম। আমার মনে হয় ওইটা একটা বড় টার্নিং পয়েন্ট ছিল ম্যাচের। কারণ, লিটনও খুব সেট ছিল। দুইজন সেট ব্যাটসম্যান যদি শেষ ওভারে থাকতে পারতাম তাহলে একজনের অন্তত একটি বাউন্ডারি মারার সুযোগ থাকত। তাহলে ইতিবাচক কিছু আসত।’
শেষ ওভারে রাসেলের ইয়র্কার বলগুলোর কোনো উত্তর জানা ছিল না। শেষ বলের আগে মাহমুদউল্লাহ তিন বলে ছয় রান নিলেও প্রতিটি বলে রাসেল রাজত্ব করেছেন। উইকেট থেকে সরে গিয়ে শেষ বল কাট করতে চেয়েছিলেন। কিন্তু ব্যাটে-বলে করতে পারেননি মাহমুদউল্লাহ।
শেষ বল নিয়ে মাহমুদউল্লাহ বলেছেন,‘শেষ বলটা আমি জানতাম যে ও ব্লকহোলে করবে কারণ লেগসাইডে চারটা ফিল্ডার ছিল। লেংথের আগের দুইটা বলও ভালো ইয়র্কারে করেছিল। আমি তুলতে পারিনি। চিন্তা করছিলাম যে একটু জায়গা করে খেলতে পারলে মিড অফের ওপর দিয়ে মারতে পারি বা যদি মিস করে তাহলে কাভার, পয়েন্ট বা ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়েও মারতে পারি। এটা আমার ভুল। আমি কাজে লাগাতে পারিনি শেষ বলটা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


