জুমবাংলা ডেস্ক : রাজধানীতে লিফট দূর্ঘটনায় এক সাবেক সচিবের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতে নাম সালমা পরভীন। তিনি রাজধানীর উত্তরার তিন নম্বর সেক্টরের একটি বাসায় বসবাস করতেন। তার স্বামী সাবেক সচিব মো. শাহজাহান।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন কুমার চন্দ্র সাহা গণমাধ্যমকে জানান, সন্ধ্যায় ওই নারী বাসার ছাদ থেকে নিচে নামার জন্য বাসার লিফটের সুইচ প্রেস করেন। লিফটের দরজা ফাঁকা হয়ে গেলেও লিফট আসেনি। এটি তিনি না দেখেই ভেতরে পা দেওয়ার ফলে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, লিফটে যান্ত্রিক কোন ত্রুটি ছিল কিনা সেটা দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


