লিবিয়া উপকূলে শরণার্থীদের বহনকারী একটি নৌকায় আগুন ধরে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, দুর্ঘটনা থেকে বেঁচে ২৪ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার সুদানের অভিবাসীদের বহনকারী নৌকাটি লিবিয়া উপকূলে ভেসে যাওয়ার সময় অগ্নিকাণ্ডের শিকার হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, দুর্ঘটনায় মৃতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন। তাদের মতে, এ পথে আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার সময় শরণার্থী ও অভিবাসীরা নিয়মিত বিপদের মুখোমুখি হন।
আলজাজিরা জানিয়েছে, এটি ভূমধ্যসাগরে অভিবাসী ও শরণার্থীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথের সাম্প্রতিকতম দুর্ঘটনা। গত মাসে ইয়েমেন উপকূলে নৌকা ডুবে অন্তত ৬৮ জন নিহত হন। এছাড়া আগস্টে ইতালির ল্যাম্পেডাস দ্বীপের কাছে ২৭ অভিবাসী নিহত হয় এবং জুনে লিবিয়া উপকূলে দুটি নৌকাডুবিতে ৬০ জন নিহত বা নিখোঁজ হন।
আইওএম জানিয়েছে, গত বছর মাত্র ভূমধ্যসাগরে ২,৪৫২ জন শরণার্থী মারা যান বা নিখোঁজ হন। লিবিয়ার শাখা মনে করিয়ে দিয়েছে, সমুদ্রপথে এই ট্র্যাজেডি রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
লিবিয়ায় বর্তমানে ৮ লাখের বেশি অভিবাসী বসবাস করছেন। ২০১১ সালে গাদ্দাফির পতনের পর দেশটি ইউরোপে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুটে পরিণত হয়েছে। তবে সেখানে অভিবাসীরা মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন ও চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলি সতর্ক করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।