লিবিয়ার রাজধানী ত্রিপলি ও এর পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক ৩০৯ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় একটি চার্টার্ড ফ্লাইট যোগে তারা দেশে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যাবাসনকৃত বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগই মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। সেখানে গিয়ে তাদের অনেকে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন।
প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা অভ্যর্থনা জানান।
তালেবান মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাবুলে দূতাবাস চালুর ঘোষণা ভারতের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত এই নাগরিকদের তাদের ভয়াবহ অভিজ্ঞতাগুলো সবার সঙ্গে বিনিময়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেককে কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।