আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি অভিবাসী আটক কেন্দ্রস্থলে এক বিমান হামলায় অন্তত ৪০ জন নি*হত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৮০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে ত্রিপোলির তাজুরা জেলায় এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় নিহতের বেশিরভাগই আফ্রিকান অভিবাসন প্রত্যাশী।
জরুরী বিভাগের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ১২০ জন অভিবাসী একই স্থলে ছিল যেখানে সরাসরি বিমান হামলা ঘটনা ঘটেছে।
তিনি আরো বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
এএফপি’র এক ফটোগ্রাফার জানান, লাশগুলো অভিবাসী কেন্দ্রের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। অভিবাসীদের পোশাকে রক্তে লাল হয়ে গেছে। সেখানে ধ্বংসস্তুপের ভিতরে জীবিতদের সন্ধানে উদ্ধার কর্মীরা তল্লাশি চালাচ্ছে। অনেক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে।
এদিকে এক বিবৃতিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলি ভিত্তিক জাতীয় ঐক্যের সরকার (জিএনএ) এ হামলাকে ‘জঘন্য অপরাধ’ হিসেবে অভিহিত করে এর নিন্দা জানায় এবং তারা এ ঘটনায় ‘যুদ্ধাপরাধী খলিফা হাফতারকে’ দায়ী করে।
এদিকে জাতিসংঘ শরণার্থী সংস্থা জানায়, অভিবাসী কেন্দ্রে বিমান হামলার খবরটি খুবই উদ্বেগজনক।
টুইটারে দেয়া এক বার্তায় তারা জানায়, ‘ত্রিপোলির পূর্বে তাজুরা আটক কেন্দ্র লক্ষ্য করে চালানো বিমান হামলায় হতাহতের খবরে ইউএনএইচসিআর খুবই উদ্বিগ্ন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।