কোথাও লুকানো ক্যামেরা থাকলে বুঝবেন যেভাবে

লুকানো ক্যামেরা থাকলে

প্রযুক্তির এই যুগে ক্যামেরা যেন সব খানেই। কিন্তু বিপদ হচ্ছে স্পাই ক্যামেরা যা দিয়ে অনেক সময় মানুষকে বিপদে ফেলে, বিশেষ করে মহিলাদের। শপিং করতে গিয়ে আমরা সবাই পোশাক ট্রায়াল দিয়ে থাকি। কিন্তু এই সুযোগ নিয়ে সমাজের বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ গোপনে রেকর্ড করে রাখে যা পরে বিপদ ডেকে আনে মহিলাদের জন্য।

ট্রায়াল রুম, হোটেলের রুম বা বাথরুমে সাধারণত এই ধরনের গোপন ক্যামেরা সেটআপ ঠাকে যা দিয়ে ভিডিও ধারণ করছদি। এরপর সেই ভিডিও দিয়ে নারীদের নানাভাবে ব্লেকমেইল করে থাকে। হোটেল হোক বা ড্রেসিং রুম, লুকানো ক্যামেরা দুশ্চিন্তার বিষয়। প্রযুক্তিকে হাতিয়ার করে কীভাবে অসাধু কাজ করা যায় তারই নিদর্শন গোপন ক্যামেরা।

তবে আপনি যদি একটু বুদ্ধি খাটান তাহলে এই গোপন ক্যামেরা খুঁজে বের করতে পারবেন। গোপন ক্যামেরা যতই ছোট হোক তা লুকানো সহজ নয়। যেখানেই যান প্রথমে পরীক্ষা করে নিন কোথাও কোনো ক্যামেরা লুকানো রয়েছে কি না।

লুকানো ক্যামেরা থাকলেবিশেষ করে খেয়াল রাখুন আসবাব কিংবা দরজার হাতল, অদ্ভুতভাবে লাগানো ছবির ফ্রেম, ল্যাম্পশেড, দেয়াল ঘড়ির মধ্যে লুকোনো থাকতে পারে গোপন ক্যামেরা। ক্যামেরা লুকানোর আরেকটি প্রচলিত স্থান হলো টয়লেট।

অদ্ভুতভাবে ঘুরিয়ে রাখা শাওয়ারের মুখ, বিশেষ ধরনের আসবাব কিংবা আয়নার পেছনে থাকতে পারে গোপন ক্যামেরা।

ক্যামেরার কাজ করার জন্য মূলত তিনটি জিনিসের প্রয়োজন। দৃশ্যমানতা, বিদ্যুতের উৎস ও যোগাযোগের নেটওয়ার্ক। সে কারণে সুইচ বোর্ডের কাছাকাছি স্থান, বাতি লাগানোর ফাঁকা জায়গা, টেলিভিশন বা ডিভিডি যন্ত্র এ সবই গোপন ক্যামেরা রাখার প্রচলিত স্থান। জেনে নিন ক্যামেরা খুঁজে পাওয়ার আরও কিছু পদ্ধতি-

ঘরে ক্যামেরা লুকানো আছে কি না, তা টের পাবেন কী করে?

• ঘরের কোথাও লুকানো ক্যামেরা থাকলে তার উপর মোবাইল ফোনের উজ্জ্বল আলো ফেললে, সেটি সবুজ বা লাল হয়ে জ্বলজ্বল করে। হালে এক টিকটক তারকা পরীক্ষা করে এমনই দেখিয়েছেন।

• এর বাইরেও রয়েছে সহজ পদ্ধতি। মোবাইলে ‘ফিং’ নামে একটি অ্যাপ ইনস্টল করা যায়। সেই মোবাইল ফোনটি দিয়ে ঘরে কাজ করা ওয়াইফাই নেটওয়ার্কে লগ ইন করলেই, ওই ওয়াইফাইয়ের সঙ্গে আর কোন কোন যন্ত্র জুড়ে রয়েছে, তা টের পাওয়া যাবে। সেই তালিকায় ক্যামেরা থাকলে বোঝা যাবে, ঘরের বা বাড়ির কোথাও কোনও লুকনো ক্যামেরা রয়েছে।

• ব্যক্তিগত মালিকানাধীন কোনও বাড়ি ভাড়া নিলে প্রথমেই সেই বাড়ির ওয়াইফাই বন্ধ করে দিলে ভাল। সে ক্ষেত্রে যদি বাড়ির মালিক যোগাযোগ করেন, এবং জিজ্ঞাসা করেন, কেন ওয়াইফাই বন্ধ করা হলো, তা হলে বুঝতে হবে বাড়ির কোথাও লুকানো ক্যামেরা থাকতেও পারে। সেটি বন্ধ হয়ে যাওয়াতেই মালিক টের পেয়েছেন ওয়াইফাই বন্ধ।